চোখের জলে ধোয়াব আজ
Chokher Jole Dhoyabo Aaj
ছবি: তারিণী তারা মা
কথা: ভূপেন রায়
সুর: শান্তিময় মুখার্জী
কন্ঠ: কুমার শানু
চোখের জলে ধোয়াব আজ
তারা মায়ের চরণ দুটি
[রাঙা ফুলে সাজাব মা]-২
যতন করে পরিপাটি
চোখের জলে ধোয়াব আজ
তারা মায়ের চরণ দুটি।
তুই মা তারা শ্মশানবাসী
ঘর ছেড়ে মা পরবাসী মা
তুই মা তারা শ্মশানবাসী
ঘর ছেড়ে মা পরবাসী
আমি কেন বদ্ধ ঘরে মা
আমি কেন বদ্ধ ঘরে
জীবনটাকে করি মাটি ;
সকল জ্বালায় জ্বালিয়ে নিয়ে মাগো
সকল জ্বালায় জ্বালিয়ে নিয়ে
করে নে মা আমায় খাঁটি
[রাঙা ফুলে সাজাব মা]-২
যতন করে পরিপাটি।
চোখের জলে ধোয়াব আজ
তারা মায়ের চরণ দুটি।
তোর পূজারি বামাক্ষ্যাপা,
তোকে পেয়ে হল ক্ষ্যাপা মা
তোর পূজারি বামাক্ষ্যাপা
তোকে পেয়ে হল ক্ষ্যাপা
শ্মশানে মশানে ঘুরিস মা
শ্মশানে মশানে ঘুরিস
তুইও মাগো আরেক ক্ষ্যাপা
আমায় অমন ক্ষ্যাপা করে দে মা মা
অমন ক্ষ্যাপা করে দে মা
প্রণাম পাবি শতকোটি
[রাঙা ফুলে সাজাব মা]-২
যতন করে পরিপাটি।
চোখের জলে ধোয়াব আজ
তারা মায়ের চরণ দুটি।