চোখের আলোয় দেখেছিলেম – Chokher Aloy Dekhechhilem

 চোখের আলোয় দেখেছিলেম

Chokher Aloy Dekhechhilem

রবীন্দ্র সংগীত

পর্যায়: পূজা

রাগ: ইমন

তাল: দাদরা(একতাল)

রচনাকাল(বঙ্গাব্দ): ২১ ফাল্গুন,১৩২১

রচনাকাল(খৃষ্টাব্দ): ৫ মার্চ,১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

কণ্ঠ: কিশোর কুমার

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

অন্তরে আজ দেখব,যখন আলোক নাহি রে

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।

ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা,

এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।

[তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে

খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে]-২

থাক্ তবে সেই কেবল খেলা,

হোক-না এখন প্রাণের মেলা-

তারের বীণা ভাঙল,হৃদয়-বীণায় গাহি রে

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।

…………………………………………………………………………

Chokher aloy dekhechilem chokher bahire

Ontore aaj dekhbo,jokhon alok nahire

Chokher aloy dekhechilem chokher bahire.

Dhoray jokhon dao na dhora

Hridoy tokhon tomay vora,

Ekhon tomar apon aloy tomay chahire.

Chokher aloy dekhechilem chokher bahire.

[Tomay niye khelechilem khelar ghorete.

Khelar putul venge geche proloy jhorete]-x2

Thak tobe sei kebol khela

Hok-na ekhon praner mela-

Tarer bina vanglo,hridoy-binay gahi re

Chokher aloy dekhechilem chokher bahire.

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *