চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায়
Chirodin Ei Duniay Hoyeche Hai
हम भूल गए रे हर बात
হাম ভুল গএ রে হার বাত
Hum bhul gaye re har baat
ছায়াছবি: আত্মবিশ্বাস
কথা,সুর ও সঙ্গীত:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: এম এ খালেক,রুনা লায়লা
ও ও ও ও ও ও ও ও
[চিরদিন এই দুনিয়ায়
হয়েছে হায় প্রেমেরই জয়]-২
[যুগে যুগে প্রেমের কারণে]-২
মরণের কেউ করেনি ভয়
চিরদিন এই দুনিয়ায়
হয়েছে হায় প্রেমেরই জয়।
[যতদিন এই বুকে আছে প্রাণ
আমি গেয়ে যাব প্রেমেরই গান]-২
দুটি মনে মনে মিলন হলে
বিধাতার স্বর্গ যেন সৃষ্টি হয়।
[চিরদিন এই দুনিয়ায়
হয়েছে হায় প্রেমেরই জয়]-২
[দেখ চাঁদ তারা সূর্য উঠত কি
গাছে গাছে এত ফুল ফুটত কি]-২
প্রেম আছে বলে পৃথিবী আছে
সাগর নদী তাই আজও বয়
[চিরদিন এই দুনিয়ায়
হয়েছে হায় প্রেমেরই জয়]-২
[যুগে যুগে প্রেমের কারণে]-২
মরণের কেউ করেনি ভয়
[চিরদিন এই দুনিয়ায়
হয়েছে হায় প্রেমেরই জয়]-২