চিঠি এলো জেলখানাতে
Chthi Elo Jelkhanate Lyrics
চিঠি এলো জেলখানাতে
Chithi Elo Jelkhanate
ছায়াছবি: সত্যের মৃত্যু নেই
গীতিকার: মাসুদ করিম
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: আব্দুল মান্নান রানা
চিঠি এলো জেলখানাতে
আ আ আ আ আ
[চিঠি এলো জেলখানাতে
অনেক দিনের পর,
হায়রে অনেক দিনের পর]-২
এই দুনিয়া ছাড়তে হবে
এসেছে খবর আমার এসেছে খবর।
চিঠি এলো জেলখানাতে
অনেক দিনের পর
হায়রে অনেক দিনের পর।
আ আ আ আ আ
কারো আসে মায়ের চিঠি
কারো প্রেমিকার।
আমার কাছে চিঠি এলো
ওপারে যাওয়ার।
কতো সাধের এই দুনিয়ায়
বেঁচে ছিলাম আশায়-আশায়
বুঝিনি তো পায়ের নিচে শূন্য বালুচর
আমার শূন্য বালুচর।
চিঠি এলো জেলখানাতে
অনেক দিনের পর
হায়রে অনেক দিনের পর।
আ আ আ আ আ
যায় কাঁদিয়ে বাবা-মাকে
বুকের মানিক ধন।
ভাই কাঁদে,বোন কাঁদে
কাঁদে রে স্বজন,
আমার তরে কাঁদবে না কেউ
মরণকালে থাকবে না কেউ
জানবে না কেউ কতো ব্যথা
বুকের ভেতর আমার বুকের ভেতর
চিঠি এলো জেলখানাতে
অনেক দিনের পর
হায়রে অনেক দিনের পর।
এই দুনিয়া ছাড়তে হবে
এসেছে খবর আমার এসেছে খবর।
চিঠি এলো জেলখানাতে
অনেক দিনের পর
হায়রে অনেক দিনের পর।