চাতক স্বভাব না হলে
Chatak swabhab na hole
লালন গীতি
চাতক স্বভাব না হলে
অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে।
চাতক স্বভাব না হলে।।
মেঘে কত দেয় গো ফাঁকি
তবু চাতক মেঘের ভুখী।
অমনি নিরিখ রাখলে আঁখি
তারে সাধক বলে।।
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা।
অন্য বারি খায় না তারা
মেঘের জল বিনে।।
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবারাতি।
ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে।।
Chatak swabhab na hole
Chatak swabhab na hole Lyrics
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
তবু অন্য বারি খায় না তারা
ও তবু অন্য বারি খায় না তারা
ও মেঘের জল বিনে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
ফকির লালন বলে গুরুর প্রতি
ও ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
অমৃত মেঘের বারি
ও মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে