চাই না মাগো রাজা হতে,রাজা হবার সাধ নাই মাগো,
দুবেলা যেন পাই মা খেতে………
আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা,পাই যেন তায় খড় যোগাতে,
আমার মাটির ঘর যে সোনার ঘর মা,ওমা ! কি হবে দালানেতে,
যদি দালানকোঠায় রাখো মাগো,পারব না আর ‘মা’ বলিতে ||
যদি দ্বারেতে অতিথি আসে মা,নাহয় যেন মুখ লুকাতে,
ঘরে কাঁসার থালা,কাঁসার বাটি মা,পায় যেন তায় দুটো খেতে |
তোর সংসারধর্ম বড় ধর্ম মা,তাই পারিনা ছেড়ে যেতে
রামপ্রসাদের এই বাসনা মাগো রামপ্রসাদের এই বাসনা ,
পাই যেন স্থান ওই পদেতে ||
চাই না মাগো রাজা হতে…………