চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি
Chand Hote Hoy Chander Srishti
চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি
চাঁদেতে চাঁদময়।
সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলে
আমি শুনতে পাই।।
জল হতে হয় মাটির সৃষ্টি,
জ্বাল দিলে জল হয় গো মাটি,
ভেবে দেখ এই কথাটি,
ঝিয়ের পেটে মা জন্মায়।।
এক মেয়ের নাম কলাবতী,
নয় মাসে হয় গর্ভবতী,
এগারো মাসে সন্তান তিনটি,
মেঝোটা তার ফকির হয়।।
ডিমের ভিতর থাকে ছানা,
ডাকলে পরে কথা কয় না,
সেথায় সাঁইয়ের আওনা যাওনা,
দিবারাত্রি আহার যোগায়।।
মাকে ছুঁলে পুত্রের মরণ,
জীবগনে তাই করে ধারণ,
লালন বলে এসব এমন,
হাটে হাড়ি ভাঙ্গবার নয়।।