চাঁদ চকোরে রংমহল থেকে | Chand Chokore Rongmohole Theke | Key Lyrics

চাঁদ চকোরে রংমহল থেকে
Chand Chokore Rongmohole Theke
Key Lyrics
ফকির লালন সাঁই
চাঁদ চকোরে রংমহল থেকে
ঝলক দিচ্ছে সদায় ।
দেখলে সেই চাঁদ সফল হয় নয়ন
আত্মতত্ত্ব ঢুঁড়ে দেখ হৃদয় ।।
তিথি যোগ ধরে মাস অন্তে
যুগল মিলন হয় চাঁদে চাঁদে
তাহে আভরণ সুধা বরিষণ
ক্ষুধা নিবারণ হয় সে সুধায় ।।
মণিমহলে যে লীলাখেলা
বলিতে আকুল হই না যায় বলা
অরসিক জনে ফল কি তা জানে
মনিচন্দ্র স্বর্ণচন্দ্র উদয় ।।
আত্মতত্ত্বে যার পড়েছে নজর
পাতালে পায় আসমানী খবর
সিরাজ সাঁই বলে আপন ঘর ভুলে
লালন বেড়াস কেন দেশ বিদেশ ধেয়ে ।।
চাঁদ চকোরে রংমহল থেকে | Chand Chokore Rongmohole Theke | Key Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *