চলো যাই সেই দেশে
Cholo Jai Shei Deshe
অ্যালবাম: আমার প্রাণের খাতায়
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অরূপ প্রণয়
কণ্ঠ: কুমার শানু
ও অনুরাধা পাড়োয়াল
চলো যাই সেই দেশে
আরো বেশি ভালোবেসে
গড়ে তুলি একটি ঘর
তুমি আমি দুজনা
চলো যাই সেই দেশে
আরো বেশি ভালোবেসে।
ঝাঁকে ঝাঁকে পাখি যেখানে
সারাবেলা মাতে গো গানে
হো গাছে গাছে ফোটা ফুলেরা
বাতাসেতে তোলে গো সাড়া
সোনা সোনা রোদেতে
ঝরে পড়া আলোতে
সবকিছু ভরে যে যা
সেই দেশে বাঁধি ঘর
তুমি আমি দুজনা
চলো যাই সেই দেশে
আরো বেশি ভালোবেসে।
ছোট ছোট খুশি যেখানে
বড় হয়ে থাকে জীবনে
সব কথা রূপকথাতে
শুভ আশা যায় জানাতে
আরো আলো হাসিতে
খেয়ালেরই বাঁশিতে
মন যা চায় তাই পায়
সেই দেশে বাঁধি ঘর
তুমি আমি দুজনা
চলো যাই সেই দেশে
আরো বেশি ভালোবেসে
গড়ে তুলি একটি ঘর
তুমি আমি দুজনা
চলো যাই সেই দেশে
আরো বেশি ভালোবেসে।