চলে যায় যদি কেউ | Chole Jay Jodi Keu | Key Lyrics

চলে যায় যদি কেউ
Chole Jay Jodi Keu
তাল: দাদরা
ছায়াছবি: ভাঙ্গা গড়া (১৯৮১)
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সুবল দাস
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
[চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে
কাঁদিস কেন মন;
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ]-২
চলে যায় যদি কেউ
[হাসির পরে কান্না আছে,
দুঃখের পরে সুখ]-২
আঁধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
জন্ম নিলেই সবার তরে আছেরে মরণ
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে
কাঁদিস কেন মন;
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ
[দু’দিনেরই দুনিয়াতে সবাই মুসাফির]-২
এ সংসারের মোহ মায়ায়,হই কেন অধীর?
যায় না মোছা কখনো যে ভাগ্যেরই লিখন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে
কাঁদিস কেন মন;
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *