চলার পথে দিলো দেখা নাম না জানা
Cholar Pothe Dilo Dekha Naam Na Jana
অ্যালবাম: ফেলে আসা পথে
কণ্ঠ: কুমার শানু
Cholar Pothe Dilo Dekha Naam Na Jana
অ্যালবাম: ফেলে আসা পথে
কণ্ঠ: কুমার শানু
হে আহা হা লা লা লা লা লা লা
হে আহা হা লা লা লা লা লা লা
চলার পথে দিলো দেখা
নাম না জানা এক নদী
এ মনের সাগর আজো একা
জানে কি খেয়ালি সে নদী
ধরা কি দেবে সাড়া কি দেবে
ভালোবেসে ডাকি যদি
চলার পথে দিলো দেখা
নাম না জানা এক নদী।
[কেন সে জানিনা দেখেও দেখেনা
আনমনে যায় চলে
কী করে বলি তাকে
তোমাকে ভালো লাগে
সুখী হব কাছে পেলে(ও)]-২
দূরে কি যাবে সরে কি যাবে
ভালোবেসে ডাকি যদি
চলার পথে দিলো দেখা
নাম না জানা এক নদী।
[জানিনা ঠিকানা অচেনা অজানা
তবু লাগে কত চেনা
স্বপ্ন-রাতে আগে
দেখেছি যেন তাকে
ছিলো বুঝি জানাশোনা(হো)]-২
চিনে কি নেবে মেনে কি নেবে
ভালোবেসে ডাকি যদি
চলার পথে দিলো দেখা
নাম না জানা এক নদী
মনের সাগর আজো একা
জানে কি খেয়ালি সে নদী
ধরা কি দেবে সাড়া কি দেবে
ভালোবেসে ডাকি যদি
চলার পথে দিলো দেখা
নাম না জানা এক নদী
হে আহা হা লা লা লা লা লা লা
হে আহা হা লা লা লা লা লা লা।