চন্দ্র প্রেমে যুক্ত হয়ে – অর্ধ চন্দ্রের খবর কর
Chandra Preme Jukto Hoye – Ardha Chandrer Khobor Kor
রানা আল চিশতী
চন্দ্র প্রেমে যুক্ত হয়ে – অর্ধ চন্দ্রের খবর কর
সারে’চব্বিশ চন্দ্রের সাগরে জীবন ভর খেলা করে
মন মেতেছে কাম সাগরে – সাবধানতায় পাল তুলেছেন
সূক্ষ্ম দমে মত্ত হয়ে – গুরু রুপ নিরিখ কর চন্দ্রের আলোয় হাল ধর ।
চন্দ্র প্রেমে যুক্ত হয়ে – প্রেম সাগরে যুদ্ধ জয়ে
আদি চন্দ্রের পরস পেয়ে – ছাফা নগরে গমন কর
ছাফায় ছাফা মিসলে পরে হুয়াল একিনে দেখবি তারে
দোল খেয়েছেন জল খেয়েছেন -আসেক থেকে মাশুকে !
চন্দ্র প্রেমে যুক্ত হয়ে – তত্ত্ব জ্ঞানে পোক্ত হতে
অতল প্রেমের তল ঘাটাতে – রুহানি চন্দের খবর পাবে
লক্ষ প্রেমিক একই ভুলে বারংবারই ভুল করেছেন
রুহানি চন্দ্র না চিনিয়া গরল চন্দ্রের হাল ধরেছে।
চন্দ্র প্রেমে যুক্ত হয়ে – লক্ষ প্রেমিক লক্ষ্য জয়ে
স্বরল-গরল চন্দ্রের ভেদ না বুঝে তালবেতাল ঐ
প্রেমের ঘাটে পক্ক হয়ে কামেতে মন মজেছে
চন্দ্র বুঝেছে- চন্দ্র বুঝে নি ।
রানা আল চিশতী ফাদে পরেছে ঐনা
আদি চন্দ্র-রুহানী চন্দ্রের সাধন না করিয়া
স্বরল চন্দ্র – গরল চন্দ্রে মন মেতেছে,
অর্ধ চন্দ্রের খবর না করিয়া কেউ যাইয়না
সারে চব্বিশ চন্দ্রের ঐ ভব সাগরে।