চঞ্চল মন আমার শুনে না কথা
Chanchalo Mon Amar Shune Na Kotha
শিল্পি:পবন দাস বাউল
চঞ্চল মন আমার শুনে না কথা ।।
চঞ্চল মন আমার শুনে না কথা ।।
ঘুরিয়া বেড়ায় ঐ আকাশেরই গায়,
বিদেশীর সনে দিন কা্টাই বৃথা ।।
ঐ শুন ওরে মন তোমারে বলি
আনন্দ কহরে কালি কালি ।
তোমারই স্বপন ভাঙিবে তখন
বুঝিবে তখন তুমি চঞ্চতা ।
ঐ বাধন ছাধন দিয়ে রাখা নাহি যায়
মন তুমি হও স্থির ধরী তব পাই ।।
তোমারও মন্দির ভিতর বাহির ।।
চঞ্চল করিলে ভাবা দাঁড়াবে কোথা ।।
চঞ্চল মন আমার শুনে না কথা ।।
চঞ্চল মন আমার শুনে না কথা