ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Rat
আধুনিক গান: ঘুম ঘুম চাঁদ
কন্ঠ: প্রিয়াংকা বিশ্বাস
মূল শিল্পী: সন্ধ্যা মুখার্জী
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: রবিন চ্যাটার্জী
ছায়াছবি: সবার উপরে (১৯৫৫)
(Ghum ghum chand jhikimiki tara ei madhobi rat)
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Rat Lyrics আপনাদের নিকট উপস্থাপন করা হলো। গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা গানটির সুর করেছেন রবিন চ্যাটার্জী। Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Rat গানটিতে কণ্ঠ দিয়েছেন সন্ধ্যা মুখার্জী।
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
এই চাঁদের অথিতিরে বরণ করি
এই চাঁদের অথিতিরে বরণ করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদের অথিতিরে বরণ করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুলঋতু আজ এলো বুঝি, মোর জীবনে ফুল ছায়
কোথায় সে কত দূরে, জানি না ভেসে যাই
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনে বাসর গড়ি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Rat