ঘরে কে বা ঘুমায় কে বা জাগে
Ghore Ke Ba Ghumay Ke Ba Jage
ফকির লালন সাঁই
ঘরে কে বা ঘুমায় কে বা জাগে
কে কারে দেখায় স্বপন?
এ বেলা তোর ঘরের খবর
জেনে নে রে মন।।
শব্দের ঘরে কে বারাম দেয়
নিঃশব্দে কে আছে সদাই?
যেদিন হবে মহাপ্রলয়
কে কারে করবে দমন।।
দেহের গুরু হয় কে বা
ভক্ত হয়ে কে দেয় সেবা?
যেদিনে তাই জানতে পাবা
মনের ঘোর যাবে তখন।।
যে ঘরামি ঘর বেঁধেছে
কোনখানে সে বসে আছে?
সিরাজ সাঁই কয় তাই না বুঝে
দিন তো বয়ে যায় লালন।।