গেড়ো গাঙ্গে রে ক্ষ্যাপা হাপুর হুপুর ডুব পাড়িলে | Gero Gange Re Khepa Hapur Hupur Dup Parile | Key Lyrics

গেড়ো গাঙ্গে রে ক্ষ্যাপা হাপুর হুপুর ডুব পাড়িলে

Gero Gange Re Khepa Hapur Hupur Dup Parile

গেড়ো গাঙ্গে রে ক্ষ্যাপা

হাপুর হুপুর ডুব পাড়িলে।

এবার মজা যাবে বোঝা

কার্তিকের উলানির কালে।।

কুতবি যখন কফের জ্বালায়,

তাবিজ তাগা বাঁধবি গলায়,

তাতে কি আর হবে ভালাই,

মস্তকের জল শুষ্ক হলে।।

বাইচালা দেয় ঘড়ি ঘড়ি,

ডুব পারিস কেন তাড়াতাড়ি,

প্রবল হবে কফের নাড়ি,

তাই হানা দেয় জীবনমূলে।।

শান্ত হরে ও মনভোলা,

ক্ষান্ত দে রে ঝাপুই খেলা,

লালন বলে গেল বেলা

দেখলি নারে চক্ষু মেলে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *