গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে
Guru Go Moner Bhranti Jay Na Songsare
লালন শাহ্
গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে।
মন ভ্রান্ত কর শান্ত,
শান্ত হয়ে রই ঘরে।।
একটি কথার আনকা শুনি
পিতা পুত্রে এক রমনী
কোনখানে রেখেছে ধনি
বল দেহের মাঝারে।।
আহার নাই সে উপবাসী
নিত্য করে একাদশী
প্রভাতে হয় পূর্ণশশী
পূর্ণিমার চাঁদ অন্ধকারে।।
ছেষট্টি দিনে এক ছেলে হল
সেই ছেলে বাজারে গেল
লালন মহাগোলে পল
ফিরছেরে জীবের দ্বারে।।