গুরু কী ধন চিনলি নারে, ওরে পাগল মন আমার | Guru Ki Dhon Chinli Nare, Ore Pagol Mon Amar | KeyLyrics

গুরু কী ধন চিনলি নারে, ওরে পাগল মন আমার
Guru Ki Dhon Chinli Nare, Ore Pagol Mon Amar
যামিনী গীতি
কন্ঠ- ফরিদা পারভীন
গুরু কী ধন চিনলি নারে,
ওরে পাগল মন আমার(২)
মিছে মায়ায় এই সংসারে(২)
হইলি কেবল গুনাহগার;
গুরু কী ধন চিনলি নারে,
ওরে পাগল মন আমার(২)

লোহা পেটে কর্মকারে,
টিন পোড়াতে শুদ্ধ করে(২)
রঙ্গরসে রেতে ঘসে,
ঘষায় ঘষায় উঠছে ধার(২)
গুরু কী ধন চিনলি নারে,
ওরে পাগল মন আমার(২)

গাভীর দুগ্ধ উষ্ণ করে,
সজ্জ দিয়ে ভান্ডে ভরে(২)
দন্ড দিয়ে চূর্ণ করে,
পাকে পাকে উঠছে সার(২)
গুরু কী ধন চিনলি নারে,
ওরে পাগল মন আমার(২)

যামিনী পাগলে বলে,
গুরুর প্রচারে গেলে(২)
ভাবের পাগল সবি মিলে,
গুরুর নামে হবে পার(২)
গুরু কী ধন চিনলি নারে,
ওরে পাগল মন আমার(২)
মিছে মায়ায় এই সংসারে(২)
হইলি কেবল গুনাহগার;
গুরু কী ধন চিনলি নারে,
ওরে পাগল মন আমার(২)

গুরু কী ধন চিনলি নারে, ওরে পাগল মন আমার Guru Ki Dhon Chinli Nare, Ore Pagol Mon Amar KeyLyrics

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *