গুরুর মুখের বাক্য অমৃত সুধা
Gurur Mukher Bakyo Amrito Sudha
আলমগীর হক
গুরুর মুখের বাক্য অমৃত সুধা
তাহা পান করো পাগলা মন
যদি অমর হওয়ার ইচ্ছা থাকে
আবে হায়াত করো নিরূপণ
পরিশুদ্ধ জ্ঞানের সুধা
পান করিলে থাকেনা ক্ষুধা
জ্ঞান ছাড়া সকল বেহুদা
পান করলে হয় অমর জীবন
নুর আলা নুরের হলে খবর
তবেই তুমি হইবে অমর
আব হায়াত জ্ঞানের ভিতর
যাহা গুরুর মুখের শ্রী বচন
শ্রেষ্ঠ জীব হলে যার কারণে
আবে হায়াত বলে কোরানে
আলমগীর বলে যেজন চিনে
সে কখনো করেনা খন্ডন