গুরুপদে মতি আমার হল কই | Gurupode Moti Amar Holo Koi | Lalon Song Lyrics

গুরুপদে মতি আমার হল কই
Gurupode Moti Amar Holo Koi
Lalon Song Lyrics
ফকির লালন সাঁই
গুরুপদে মতি আমার হল কই ।
আজ হবে কাল হবে বলে
কথায় কথায় দিন গেল ।।
ইন্দ্রিয়াদি সব বিবাদী
সবাতে বাধায় কলহ
তারা কারো কথা কেউ শুনে না
উপায় কি করি বল ।।
যেরূপ দেখি তাইতে আঁখি
হয়ে যাই বিভোল
দীপের আলো দেখে যেমন
পতঙ্গ পুড়ে ম’ল ।।
কি করিতে ভবে এসে
কি কার্য করি বল
লালন বলে সকল আমার
যজ্ঞের ঘৃত কুত্তায় খেল ।।

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *