গুরুজনে প্রণাম করি
ছায়াছবি-দোলন চাঁপা
শিল্পী-অনুরাধা পড়োওয়াল,
মোঃ আজিজ
গুরুজনে প্রণাম করি,
আমার এ গান ধরি,
আমার মাকে প্রণাম করে,
আমি মায়ের কাছে,
গান ধরি গান ধরি।।
তোমরা বলো আমার কাছে
কে বড় ? আমার মা,
না মাটির প্রতিমা
ঐ মাটির প্রতিমা
ঐ মাটির প্রতিমা।
খোকন তুমি বড্ড বোকা,
শেখনি কি এ কথা,
মায়ের নেইকো ছোট বড়,
মায়ের নেইকো ছোট বড়,
কখনো সে দুর্গা,
কখনো সে কালী,
কখনো সে বিশ্বজননী,
আবার কখনও সে গর্ভধারিনী,
মোরা এই কথাটাই জানি,
মোরা এই কথাটাই জানি।।
মা তোর এ কেমন বিচার,
তুই হলি মা বিশ্বজননী,
সারাজীবন দুঃখ সয়ে,
মা আমার জনমদুঃখিনী,
আমার দুঃখে কাঁদেনা তো,
মাটির ঐ মা,
কাঁদে আমার গর্ভধারিনী।।
তোমরা বলো আমার কাছে
কে বড় ? আমার মা,
না মাটির প্রতিমা
ঐ মাটির প্রতিমা
ঐ মাটির প্রতিমা।
খোকন আমি জানিনা
তুমি কোন মায়েরই ছেলে;
পেয়েছেন তিনি অমূল্য রতন
তোমায় গর্ভে ধরে।
আসরেতে হেরে গিয়ে
এ গান গেয়ে যাই;
তোমার কাছে
তোমার ‘মা’ ই বড়
যে যা বলুক ভাই
যে যা বলুক ভাই
যে যা বলুক ভাই।