গিরিধারী লাল, আমি যে কাঙাল
Giridhari Lal, Ami Je Kangal
শিল্পী-সন্ধ্যা রাণী বালা
গিরিধারী লাল, আমি যে কাঙাল,
এসো হে আমার,ভাঙা কুটিরে।।
গিরিধারী লাল।
পূজিব তোমায় আঁখির জলে,
সাজাব তোমার চরণ দুটি রে।।
তোমাকে হারায়ে শূন্য হৃদে,
এ জীবন আমার গেলো যে কেটে।।
বিপদে আমায় রাখ হে শ্রীপদে।।
আশা মোর শুভ পরিণয়
গিরিধারী লাল,আমি যে কাঙাল
এসো হে আমার,ভাঙা কুটিরে।
গিরিধারী লাল।
এই পথে কি গিয়াছে কেহ,
গাহিয়া কৃষ্ণ গান।।
জলে ভরা দুটি আঁখির পাতা।।
সুন্দর মদন বেশ।
জলে ভরা দুটি আঁখির পাতা
সুন্দর মদন বেশ।
গিরিধারী লাল,আমি যে কাঙাল,
এসো হে আমার,ভাঙা কুটিরে।।
গিরিধারী লাল।