গানের খাতার পাতা সরাতে সরাতে – Ganer Khatar Pata Sarate Sarate

গানের খাতার পাতা সরাতে সরাতে

Ganer Khatar Pata Sarate Sarate
ছায়াছবি: সুরের ভুবনে (১৯৯২)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপী লাহিড়ী
কণ্ঠস্বর: কুমার শানু
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
ঠিকানা যে তার হারিয়ে গেছে
সুরের ভুবনে।
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
[গোলাপের একটা পাপড়ি
শুকিয়ে গেছে,
খাতাটার এক কোণে তবুও
লেগে রয়েছে]-২
বলছে সে ফুরায়নি
ফাগুনের ফুলের বাহার,
স্বরলিপিটা হারিয়ে গেছে
সুরের ভুবনে
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
[দুটি মন একটি স্বপ্নে
ভরেছিল যে,
স্বপ্নকে সত্যি ভেবেছে
কত সহজে]-২
গাঁথল সে মুক্তা দিয়ে
স্মরণের এক মণিহার
মুক্তাগুলো ছড়িয়ে গেছে
সুরের ভুবনে
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
ঠিকানা যে তার হারিয়ে গেছে
[সুরের ভুবনে]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *