গানই আমার পূজা গানে পরিচয় | Gaani Aamar Puja Gaane Porichoy | Key Lyrics

গানই আমার পূজা গানে পরিচয়
Gaani Aamar Puja Gaane Porichoy
ছায়াছবি: গুরু-শিষ্য
কথা: গৌতম সুস্মিত
সুর: বাবুল বোস
কণ্ঠ: বাবুল সুপ্রিয় ও ভুপিন্দর সিং
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়।।
শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়।।
গুরুর আশীর্বাদ পেয়েছি যে সুর
আজ তা ছড়িয়ে দেবো দূর বহুদূর
ও ও ও সাধনা সফল হবে
যদিগো আমায়
স্নেহ দিয়ে গুরুদেব
বুকে টেনে নেয়
গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রনাম
তাইতো গুরুর মান রাখতে এলাম।
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়
শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়
এই ছিল স্বপ্ন চরণে যে তার
কবে দেব অঞ্জলি এ গানে আমার
ভাবিনি পূরণ হবে স্বপ্ন এবার
আসবে সুযোগ তাকে
গান শোনাবার;
নত হয়ে তার পায়ে
দিই আমি ফুল
করে দিও ক্ষমা গুরু যদি হয় ভুল।
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়
শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *