গঙ্গানদীর পূর্ব তীরে – Ganga Nodir Purbateere

 গঙ্গানদীর পূর্ব তীরে

Ganga Nodir Purbateere

কথা: দেবপ্রসাদ চক্রবর্তী

সুর: চন্দ্রকান্ত নন্দী

কণ্ঠ: পরীক্ষিত বালা

[গঙ্গানদীর পূর্ব তীরে

দক্ষিণেশ্বর ধাম

কালীরূপে বিরাজ করেন

সেথায় ভগবান

[নবরত্ন কালী গৃহ]-২

পঞ্চবটীর বন

সেইখানে মা যোগমায়ার

সদাই আগমন

গঙ্গানদীর পূর্ব তীরে

দক্ষিণেশ্বর ধাম

কালীরূপে বিরাজ করেন

সেথায় ভগবান।

[মন্দিরের ওই পশ্চিমেতে

দ্বাদশ শিবের ঘর,

উত্তরে তার রাধা-কৃষ্ণ

পরম মনোহর]-২

দক্ষিণেতে নাটমন্দির

মাঝে প্রাঙ্গণ

যেদিকে চাই দেখি পাতা

মায়ের শ্রীচরণ

গঙ্গানদীর পূর্ব তীরে

দক্ষিণেশ্বর ধাম

কালীরূপে বিরাজ করেন

সেথায় ভগবান।

[রামকৃষ্ণ মা সারদার

সাধন তীর্থ এই

ভরে থাকে বাতাস যে তার

কালী নামেতেই]-২

চিরানন্দ মোক্ষলাভে

মজে যদি মন

হৃদয় খুঁজে পায় সেখানে

কল্পতরু ধন

গঙ্গানদীর পূর্ব তীরে

দক্ষিণেশ্বর ধাম

কালীরূপে বিরাজ করেন

সেথায় ভগবান।

[নবরত্ন কালী গৃহ]-২

পঞ্চবটীর বন

সেইখানে মা যোগমায়ার

সদাই আগমন

গঙ্গানদীর পূর্ব তীরে

দক্ষিণেশ্বর ধাম

[কালীরূপে বিরাজ করেন

সেথায় ভগবান]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *