খুশীর জোয়ারে আজ
Khushir Joare Aaj
ছায়াছবি: মঙ্গলদীপ
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: মোঃ আজিজ
তোমাদের জন্য আমি এসেছি
জীবনে অনেক গান আমি গেয়েছি
অনেক জয়ের মালা গলায় পড়েছি
তোমাদের ভালোবাসায় প্রাণ ভরেছি।
খুশীর জোয়ারে আজ
দিন কেটে যায়
সকলের ভালোবাসা
মন পেতে চায়
আজ শুধু গান গেয়ে
মন ভরে যায়;
আমার মনের আশা
গান হয়ে যায়।
খুশীর জোয়ারে আজ
দিন কেটে যায়
সকলের ভালোবাসা
মন পেতে চায়।
সোহাগ কেমন করে
আমার এ মন ভরে,
জড়িয়ে রেখেছে যেন
লতাপাতায়।
তোমরা যে ভালোবাস
আমার কাছেতে আস
তাই হাসি গান ভরে
ভুলি বেদনায়।
আজ শুধু গান গেয়ে
মন ভরে যায়;
আমার মনের আশা
গান হয়ে যায়।
খুশীর জোয়ারে আজ
দিন কেটে যায়;
সকলের ভালোবাসা,
মন পেতে চায়।
তোমাদের যত কথা
যত দুঃখ যত ব্যথা
সবকিছু ভরে দেবো
এ ভালোবাসায়।
পৃথিবীর সেরা দান
শুধু যে মধুর গান
তাই মন প্রাণ ভরে
সবারে বিলায়।
আজ শুধু গান গেয়ে
মন ভরে যায়;
আমার মনের আশা
গান হয়ে যায়।
খুশীর জোয়ারে আজ
দিন কেটে যায়;
সকলের ভালোবাসা,
মন পেতে চায়।
আজ শুধু গান গেয়ে
মন ভরে যায়;
আমার মনের আশা
গান হয়ে যায়।
খুশীর জোয়ারে আজ
দিন কেটে যায়
সকলের ভালোবাসা
মন পেতে চায়।
আ আ আ লা
ও ও ও লা লা লা