খুব কাছাকাছি তুমি আমি আছি | Khub Kachakachi Tumi Ami Achi Lyrics

কথা :- খুব কাছাকাছি তুমি আমি আছি
এ্যালবাম্ :- খুব কাছাকাছি
শিল্পী :- হাসান চৌধুরী
খুব কাছাকাছি তুমি আমি আছি
নি:শ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ‘ছোঁয়া
তোমার আমার প্রেম
বিশুদ্ধ সরোবরে
অব’গাহনে ধোঁয়া
খব কাছাকাছি.. তুমি আমি আছি
জ্বোঁনাকি’রা জ্বঁলছে ঝিঁ’ঝিঁ কথা বলছে
টুপ্’টাপ্ ঝরছে রাঁতের শিঁশির
অপরুপ জোঁছনা সুরেরই মূর্ছনা
এ’কী রুপ দেখছি আজ নিঁশির
মাথার এ ছাউ’নি আকাশটা যেনো ওই
দেখো আজ লাগছে নীল চাঁ’দোয়া ~~
তোমার আমার প্রেম
বিশুদ্ধ সরোবরে
অব’গাহনে ধোঁয়া..
ফুল ফোঁটা অঁধরে মেঁখে দেই আদরের
মিস্টি মিস্টি প্রেম চিণ্হ
তোমারই চাওয়া আমার এই পাওয়া
চাওয়া পাওয়া এক হয় নয় ভিন্ন
সবুজ অরন্যের সব রং দিয়ে আমি
সাঁজাবো তোমায় বঁধূয়া..
তোমার আমার প্রেম
বিশুদ্ধ সরোবরে
অব’গাহনে ধোঁয়া
খুব কাছাকাছি.. তুমি আমি আছি
নি:শ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ‘ছোঁয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *