খাঁচার ভিতর অচিন পাখি | Khacar Bhitor Ocin Pakhi | Key Lyrics

খাঁচার ভিতর অচিন পাখি

Khacar Bhitor Ocin Pakhi

ফকির লালন সাঁই

 

খাঁচার ভিতর অচিন পাখি

 

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়?

তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়।

আট কুঠুরি নয় দরজা আটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

তার উপরে সদর কোঠা আয়না মহল তায়।।

কপালের ফ্যাড় নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায়।।

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

কোন দিন খাঁচা পড়বে খসে লালন কেঁদে কয়।।

খাঁচার ভিতর অচিন পাখি Khacar Bhitor Ocin Pakhi Key Lyrics

 

Khacar Bhitor Ocin Pakhi

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
আমি ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়
আট কুঠরীর নয় দরজা আটা,
মধ্যে মধ্যে ঝরকা কাটা।।

তার উপরে সদর কোঠা,
আয়না মহল তায়।
কপালের খেল নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।।

খাচা ভেঙ্গে পাখি আমার,
কোনখানে পালায়।
মন তুই রইলি খাচার আশে,
খাঁচা যে তোর কাঁচা বাশে।।
কোনদিন খাচা পড়বে খশে
ফকির লালন কেঁদে কয়।

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *