কোন সুরে বাজাও বাঁশি
Kon Sure Bajau Banshi Lyrics
ভবা পাগলার গান
কথা-ভবা পাগলা
গায়ক-পন্ডিত অজয় চক্রবর্তী
কোন সুরে বাজাও বাঁশি
কোন সুরে বাজাও বাঁশি।।।
কোন রাগিনী
একা ঘরে কাঁদে শুধু,
বাহির হতে পারেনি।।
কোন সুরে বাজাও বাঁশি
কোন রাগিনী
একা ঘরে কাঁদে শুধু
বাহির হতে পারেনি।
কোন সুরে বাজাও বাঁশি।
এমন জ্বালা
জ্বালিও না জ্বালিও না
এমন জ্বালা জ্বালিও না,
শুন হে বন্ধু।।
এ যে কূলহারা দিশেহারা,
অকূল সিন্ধু।।
মনের মাঝে নবীন সাজে,
দিও পদখানি।।
কোন সুরে বাজাও বাঁশি
কোন রাগিনী
একা ঘরে কাঁদে শুধু
বাহির হতে পারেনি
কোন সুরে বাজাও বাঁশি।
বেহাগের আদিমাত্রা।।
পঞ্চমুখী নড়ি
বেহাগের আদিমাত্রা।।
পঞ্চমুখী নড়ি।
আমি যে বাঁচিয়া আছি,
জানো শ্রীহরি।।
বাঁশিটি বাজাও,
নাচিয়া বেড়াও।।।
ভবা কহে রাধার সাজে,
গৌর গুনমনি।।
কোন সুরে বাজাও বাঁশি
কোন রাগিনী।
একা ঘরে কাঁদে শুধু,
বাহির হতে পারেনি।।।