কোন সাধনে পাই গো তারে
Kon Sadhone Pai Go Tare
ফকির লালন সাঁই
কোন সাধনে পাই গো তারে ।
মন আমার অহৰ্নিশি চায়
যাহারে ।।
হোম যজ্ঞ স্তব দান ব্ৰত
তাহাতে সাই হয় না রত
সাধুশাস্ত্রে কয় সদা তো
মনে কোনটা জানি সত্য করে ।।
পঞ্চ প্রকার মুক্তির বিধি
অষ্টাদশ প্রকারে সিদ্ধি
এ সকলই সব হেতু ভক্তি
তাতে রাজি নয় আলেক সাঁইজি মেরে ।।
ঠিক পড়ে না প্রবর্তের ঘর
সাধন সিদ্ধি হয় কি গো তার
সিরাজ সাঁই কয় লালন তোমার
নজর হয় না কোলের ঘোরে ।।