কোন মানে নেই তো | Kono Mane Nei To Lyrics By Imran & Nancy

Kono Mane Nei To Song Information:
Song : Kono Mane Nei To – কোন মানে নেই তো
Movie : BossGiri
Singer : Imran & Nancy
Composer : Imran
Lyrics: Robiul Islam Jibon
Produced By : Khan Films

এতদিন মনে মনে
যেই তোমাকে ছেয়েছি
অবশেষে আজ আমি
সেই তোমাকে পেয়েছি (২ বার)

আর কোন চাওয়া নেই
আর কোনও পাওয়া নেই
আমার পাশে তুমি এই তো

ভালোবাসা ছারা বেঁচে থাকার
কোন মানে নেই তো (৪ বার)

দুচোখের তারাতে হৃদয়ের পাড়াতে
সুধুই তোমার বসবাস
তোমার নামে দিলাম লিখে
যতন এই আকাশ
স্বপ্নেরই নিল আকাশ

আর কোন আসা নেই
আর কোন ভাষা নেই
জীবন মরন তুমি সেই তো

ভালোবাসা ছারা বেঁচে থাকার
কোন মানে নেই তো (৪ বার)

তোমারই কারনে হাজার বাড়নে
হতে পারি বেসামাল
তোমার হাতে হাতটি রেখে
চাই যে আমি, বাঁচতে চিরকাল

আর কোন আসা নেই
আর কোন ভাষা নেই
জীবন মরন তুমি সেই তো

ভালোবাসা ছারা বেঁচে থাকার
কোন মানে নেই তো (৪ বার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *