কোন জনমের পুণ্যে জবা
এমন ভাগ্য পেলি বল?
তরু ছেড়ে উঠলি ফুটে
মায়ের রাঙা চরণতল।।
কোন গুণে হলি আপন,
তুষ্ট করলি মায়ের …
বোবা হয়ে হাসলি শেষে,
চিত্ত হল বিহ্বল।।
সারাজীবন খুঁজেও
তাঁর পাই না ঠিকানা।
ফুটলে জবা মা বলে
তোরে কাছে আয় না।।
বিশ্ব দোলে যার কোলে,
তুই আছিস তাঁর পদতলে।
কোটি পুণ্যে মেটে না সাধ,
ভাবনা কি আর আছে বল।।