কোন কালে তুই কালী হলি
Kon Kale Tui Kali Holi Lyrics
কথা-ভবা পাগলা
কন্ঠ-অজয় চক্রবর্তী
কোন কালে তুই কালী হলি
মা,মাগো,মা,মা
কোন কালে তুই কালী হ’লি,
আমায় কালী বল না খুলে।।
করুণা ভূষিত অঙ্গে।।
মুন্ডমালা কেন গলে।।
কোন কালে তুই কালী হ’লি,
আমায় কালী বল না খুলে।
কোন কালে তুই কালী হ’লি।
রক্ত নিয়ে খেলা করা(মা)।।
এও কি সম্ভবে তারা?
অমন ধারা কেন খরা।।
কোমল হাতে নিলি তুলে।।
কোন কালে তুই কালী হ’লি।
আমায় কালী বল না খুলে।
কোন কালে তুই কালী হ’লি।
আলো লায়িত কেশে,
কেন পাগলিনী বেশে,
ফিরিস মা তুই কি উদ্দেশ্যে,
শ্মশানের ঐ চিতানলে।।
বিশ্ব প্রসবিনী
মা তুই বিশ্ব প্রসবিনী,
তাই কি মা তুই উলঙ্গিনী।।
শিব বক্ষে দীন যামিনী
মহা মেঘ রূপ ছলে।
মরণ যেদিন জন্ম নিল
মা মা মাগো মা মা
মরন যেদিন জন্ম নিল
সেইদিন কালী উদয় হল
ভবা কয় ভয় গুছে গেল।।।
রইব মরণ হলে।।
কালীর কোলে।
কোন কালে তুই কালী হ’লি,
আমায় কালী বল না খুলে।
করুণা ভূষিত অঙ্গে
মুন্ডমালা কেন গলে।
কোন কালে তুই কালী হ’লি।