কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী | Kotha Roile He O Doyal Kandari | Key Lyrics

কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী
Kotha Roile He O Doyal Kandari



কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী।
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী।।

পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিতপাবন
সেই ভরসায় আছি যেমন
চাতক মেঘ নেহারি৷।

যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি নিতান্ত
বাঁচাও বাঁচিতে পারি।।

সকলই তো নিলে পারে
আমায় তো চাইলে না ফিরে
লালন কয়, আমি সংসারে
তোর কি এতই ভারি।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *