কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী
Kotha Roile He O Doyal Kandari
কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী।
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী।।
পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিতপাবন
সেই ভরসায় আছি যেমন
চাতক মেঘ নেহারি৷।
যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি নিতান্ত
বাঁচাও বাঁচিতে পারি।।
সকলই তো নিলে পারে
আমায় তো চাইলে না ফিরে
লালন কয়, আমি সংসারে
তোর কি এতই ভারি।।