কোথায় রইলে ওহে দয়াল | Kothay Roile Ohe Doyal | Lalon Song

কোথায় রইলে ওহে দয়াল
Kothay Roile Ohe Doyal
ফকির লালন সাঁই
কোথায় রইলে ওহে দয়াল
আমার পারের কাণ্ডারি ।
এ ভবতরঙ্গে মাঝে এসে
কিনারায় লাগাও তরী ।।
পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিত পাবন
সেই ভরসায় আছি যেমন
চাতক থাকে মেঘ নিহারি ।।
যতই করি আমি অপরাধ
তথাপি হে তুমি প্রান নাথ
মারিলে মরি নিতান্ত
বাঁচালে বাঁচতে পারি ।।
সকলকে তো নিলে পারে
আমারে না চাইলে ফিরে
ফকির লালন বলে এ সংসারে
আমি কি তোর এতই ভারি ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *