কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই
Kothay Khoda Kothay Sejda Korcho Sodai
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই।
না পড়লে দায়েমী নামাজ সে কি রাজি হয়।।
শুনো তাহার কালাম কিছু,
আন্তা আবুদু ফান্তা রাহু,
বুঝিতে হয় বুঝ কেহ, দিন তো বয়ে যায়।।
এক আয়াত কয় তাফাক্কারুন,
বুঝ তাহার মানে কেমন,
কলুর বলদের মতন, ঘুরার কার্য নয়।।
আঁধার ঘরে সর্প ধরা,
আছে সাপ নাই প্রত্যয় করা,
লালন তেমনি বুদ্ধিহারা, পাগলের প্রায়।।