কোথায় আছেরে সেই দীন দরদী সাঁই
Kothay Achere Sei Din Dorodi Sain
ফকির লালন সাঁই
কোথায় আছেরে সেই দীন দরদী সাঁই।
চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।।
চক্ষু আঁধার দেলের ধোকায়।
কেশের আড়ে পাহাড় লুকায়।
কি রঙ্গ সাঁই দেখছেন সদায় বসে নিগুম ঠাই।।
এখানে না দেখলাম যারে।
চিনবো তারে কেমন করে।
ভাগ্য গুণে আখেরের তরে যদি দেখা পাই।।
সমঝে ভজন সাধন করো।
নিকটে ধন পেতেও পারো।
লালন কয় নিজ মোকাম ঢুরো বেশি দুরে নাই।।