কে রে ওই মনোমোহিনী।।
ঢল ঢল ঢল তরিৎপুঞ্জ,
মণিমকরতকান্তিছটা,
এ কি চিত্তলাঞ্ছনা,
দৈত্যছলনা,ললনা নলিনী
বিড়ম্বিনী।।
সপ্ত পেতি,সপ্ত হেতি,
সপ্তবিংশ প্রিয় নয়নী।
শশিখণ্ড শিরসি,মহেশ উরসি,
হরের রূপসী একাকিনী।।
ললাট ফলকে,অলকা ঝলকে,
নাসানকলে বেসরে মণি।
মরি ! হেরি এ কি রূপ,
দেখ দেখ ভূপ,সুধারসকূপ,
বদনখানি।।
শ্মশানে বাস অট্টহাস,
কেশপাশ কাদম্বিনী।
বামা সমরে বরদা,অসুর দরদা,
নিকটে প্রমদা প্রমাদ গণি।।
কহিছে প্রসাদ,না কর বিষাদ,
পড়িল প্রমাদ,স্বরূপে মানি।
না হব জয়ী রে,করুণাময়ী রে,
করুণাময়ীরে বল জননী।।