কে বোঝে মাওলার আলেকবাজি – Ke bojhe maular alekbaji – Lalon Song Table of Contents Toggle কে বোঝে মাওলার আলেকবাজি।করছে রে কোরানের মানেযা আসে যার মনের বুঝি।।একই কোরান পড়াশোনাকেউ মৌলভি কেউ মাওলানা।দাহেরা হয় কতজনাসে মানেনা শরার কাজি।।রোজ কেয়ামত বলে সবাইকেউ বলেনা তারিখ নির্ণয়।হিসাব হবে কি হচ্ছে সদাইকোন কথায় মন রাখি রাজি।।ম’লে জান ইল্লিন সিজ্জিন রয়যতদিন রোজ হিসাব না হয়।কেউ বলে জান ফিরে জন্মায়তবে ইল্লিন সিজ্জিন কোথায় খুঁজ।।আর এক বিধান শুনিতে পাইএক গোর মানুষের মউত নাই।আ-মরি কি ভজন রে ভাইবাঞ্ছে লালন কারে পুঁছি।। কে বোঝে মাওলার আলেকবাজি। করছে রে কোরানের মানেযা আসে যার মনের বুঝি।। একই কোরান পড়াশোনাকেউ মৌলভি কেউ মাওলানা।দাহেরা হয় কতজনাসে মানেনা শরার কাজি।। রোজ কেয়ামত বলে সবাইকেউ বলেনা তারিখ নির্ণয়।হিসাব হবে কি হচ্ছে সদাইকোন কথায় মন রাখি রাজি।। ম’লে জান ইল্লিন সিজ্জিন রয়যতদিন রোজ হিসাব না হয়।কেউ বলে জান ফিরে জন্মায়তবে ইল্লিন সিজ্জিন কোথায় খুঁজ।। আর এক বিধান শুনিতে পাইএক গোর মানুষের মউত নাই।আ-মরি কি ভজন রে ভাইবাঞ্ছে লালন কারে পুঁছি।। Related Share on