কে তোমারে এ বেশ ভুষণ
Ke Tomare E Besh Bhushon
ফকির লালন সাঁই
কে তোমারে এ বেশ ভুষণ
পরাইলো বলো শুনি।
জিন্দা দেহে মরার বসন
খেরকা তা যার জোড় কোপিনি।।
জিন্দা মরার পোষাক পরা
আপন সুরাত আপনি সারা
ভবো লোক কে ধ্বংস করা
তাই এ অসম্ভব করণি।।
যে মরণের আগে মরে
সমনে ছুবে না তারে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছে ধনী।।
সেজেছো সাজ ভালোই তরো
মরে যদি ডুবতে পারো
লালন বলে যদি ফেরো
দু’কুল হবে অপমানি।।