কেন তুমি চুপি চুপি – Keno Tumi Chupi Chupi (কণ্ঠ: কিশোর কুমার)

 কেন তুমি চুপি চুপি

Keno Tumi Chupi Chupi

Amar Mon Niye Jao(1977)

গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার

সুরকার: কিশোর কুমার

কণ্ঠ: কিশোর কুমার

হুঁ কেন তুমি চুপিচুপি (চুপিচুপি)

আমার মন নিয়ে যাও

বলেও বলো না কিছু বলে হে হে হে

দেখা দিয়ে যাও চলে

দূরে দূরে সরে সরে সরে

হেসে হেসে হেসে কাছে এসে

হু হু হু হু হু হু হু হু জু জু জু জু

কেন তুমি চুপিচুপি (চুপিচুপি)

আমার মন নিয়ে যাও

বলেও বলো না কিছু বলে হে হে হে

দেখা দিয়ে যাও চলে

দূরে দূরে সরে সরে সরে

হেসে হেসে হেসে কাছে এসে

হু হু হু হু হু হু হু হু

এই ছিলে গেলে কোথায়?

বরষার চাঁদ তুমি মেঘে ঢেকে যাও

প্রজাপতি হয়ে মনে রঙ এঁকে যাও

এই আছো এই নেই এ কী ছলনা!

হেঁয়ালি এ খেলা কেন কর বলনা

চলে গেলে একা ফেলে

হারিয়ে গেলে আঃ!

পারিনা তোমাকে আর নিয়ে! হে হে হে

দেখা দিয়ে যাও চলে

দূরে দূরে সরে সরে সরে

হেসে হেসে হেসে কাছে এসে

হু হু হু হু হু হু হু হু

কী করে ধরি তোমায়?

(আঃ ছেড়ে দেওনা! উহু!)

কী করে পালাবে বলো ধরে ফেলেছি

লুকোচুরি দু’জনে তো কত খেলেছি

মন নিয়ে ছিনিমিনি কত করেছো!

যেতে আর দেবো না গো ধরা পড়েছ

এসো হেসে বস কাছে

কত কথা জমে আছে

বাধা কিসে মিলেমিশে

কেটে যাবে রাত

(বেশ তো!)

এবার দু’জনে চলে যাবো হে হে হে

যাবো বহুদূর দূরে দূরে দূরে

ঘুরে ঘুরে ঘুরে সুরে সুরে সুরে দূরে

হাত ধরে ধরে মন ভরে ভরে

ঘুরে ঘুরে ঘুরে সুরে সুরে সুরে

মন ভরে ভরে হাত ধরে ধরে

দূরে দূরে দূরে ঘুরে ঘুরে ঘুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *