কেন খুঁজিস মনের মানুষ বনে সদাই
Keno Khujis Moner Manush Bone Sodai
ফকির লালন সাঁই
কেন খুঁজিস মনের মানুষ বনে সদাই ।
এবার নিজ আত্ম রূপ যে আছে
দেখো সেই রূপ দীন দয়াময় ।।
কারে বলি জীবাত্মা
কারে বলি স্বয়ং কর্তা
আবার দেখি ছটা
চোখে ভেল্কি লেগে মানুষ হারায় ।।
বলবো কি তার আজব খেলা
আপনি গুরু আপনি চেলা
পড়ে ভূত ভুবনের পন্ডিত যেজন
আত্মতত্ত্বের প্রবর্ত নয় ।।
পরমাত্মাকে রূপ ধরে
জীবাত্মাকে হরণ করে
লোকে বলে যায়রে নিদ্রে সে যে
অভেদ ব্রহ্ম ভেবে লালন কয় ।।