কৃষ্ণ বলে কাঁদে কয়জনা
Krishna Bole Kande Koyjona
ভবা পাগলা
গীতিকার-সাধক ভবা পাগলা
শিল্পী-মঞ্জু দাস
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।।
পাগলিনী রাঁধা কাঁদে।।
আর কাঁদে যমুনা ;
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।
বাঁশি যখন বাজতে থাকে,
নীল যমুনার আঁকে বাঁকে।।
রাধে তখন কলসী কাঁখে
কি করবে সে জানেনা।
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।
রাধা রানীর সরল নিলে
তবেই কৃষ্ণের দেখা মেলে।
রাধে তুমি কোথায় গেলে।।
কৃষ্ণ প্রেমের গিনি সোনা
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।
যমুনা আর রাধা রানী
আমায় কৃপা করবে জানি
দুই অঙ্গে এক অঙ্গ খানি।।
গৌর কাঁদে কৃষ্ণ কাঁদেনা
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।
কৃষ্ণ কেবল বাজায় বাঁশি,
তাইতো কৃষ্ণ ভালোবাসি।।
ভবা তাই কইছে হাসি।।
কান্নাকাটির ধার ধারিনা।
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।
পাগলিনী রাঁধা কাঁদে।।
আর কাঁদে যমুনা ;
কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।।