কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে | মরণে যেন তারে পাই | Krishna Naame Amar Aankhi Jeno Jhore | Morone Jeno Tare Pai

Krishna Naame Amar Aankhi Jeno Jhore
Singer: Parikshit Bala
পরীক্ষিত বালা Label: Music Heaven
কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো
মরণে যেন তারে পাই
পাই গো, মরণে যেন তারে পাই
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া!!
যেন দুই বুক ভাসাই
মরনে যেন তারে পাই।।
মরমে বাশরি তার শুনি দিবানিশি
বুঝি না কেন যে তারে ভালোবাসি!!
তাঁরই প্রেমে দেহ হলো ছাই
মরণে যেন তারে পাই
পাই গো, মরণে যেন তারে পাই।।
কত যুগ ধরিয়া বিরহ বহিয়া
কলঙ্কি হয়েছি তারে মন দিয়া!!
সে কালি মুছাতে যে গো চাই
মরণে যেন তারে পাই
পাই গো, মরণে যেন তারে পাই।।

Check Also

a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *