কৃষ্ণচূড়া আগুন তুমি
Krishnachura Agun Tumi (1957)
গীতিকার: বটকৃষ্ণ দে
সুরকার: সুধীন দাশগুপ্ত
শিল্পী: গীতা দত্ত
Krishnachura Agun Tumi (1957)
গীতিকার: বটকৃষ্ণ দে
সুরকার: সুধীন দাশগুপ্ত
শিল্পী: গীতা দত্ত
[কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বাণে,
তূণ করেছো শূন্য তোমার গুণ করেছো গানে]-২
কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বাণে।
[আমি শীতের রিক্ত শাখার ব্যর্থ হাহাকারে,
ডাক দিয়েছি তোমায় নব শ্যামল সম্ভারে]-২
[তোমার ছোঁয়া শীর্ণ ভালে স্বপ্ন-জীবন আনে]-২
তূণ করেছো শূন্য তোমার গুণ করেছো গানে
কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বাণে
তূণ করেছো শূন্য তোমার গুণ করেছো গানে
কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বাণে।
তুমি আমার আলোর নেশা বিভোর ভোরময়,
কৃষ্ণচূড়া তুমি আমার প্রেমের পরিচয়।
[কৃষ্ণচূড়া চূড়ায় তোমার রক্ততিলক পরা,
কনক ঝরা যৌবনেরই তুমি স্বয়ম্বরা]-২
[সে সুর তোমার প্রাণে আমার পঞ্চশর হানে]-২
তূণ করেছো শূন্য তোমার গুণ করেছো গানে
কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বাণে
তূণ করেছো শূন্য তোমার গুণ করেছো গানে
কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বাণে।