কী সুখে আছি দেখে না কেহ | Ki Sukhe Achi Dekhe Na Keho | আইয়ুব বাচ্চু

Ki sukhe achi dekhe naa keho
কী সুখে আছি দেখে না কেহ
শিরোনাম: মরিবো মরিবো দাও গো বিদায় শিল্পী: আইয়ুব বাচ্চু ব্যান্ড: এল আর বি
কী সুখে আছি দেখে না কেহ  Ki Sukhe Achi Dekhe Na Keho  আইয়ুব বাচ্চু

ভেতরে ব্যাথা ভীষণ
কী দুঃখে আছি জানে না কেহ
কী হবে রেখে এ জীবন।
ক্ষয়েছে হৃদয় হয়েছি ব্যধি
আর তো বেশিদিন বাঁচবো না হায়।
মরিবো মরিবো দাও গো বিদায়
সে যেন আসে দেখতে আমায়।
বক্ষ জুড়ে যার রয়ে যায় হাহাকার
করেছিল দেহ অনশণ,
তবু সংশয় তো বা আসবে
না রে না সবই যে প্রহশন।
তৃষ্ণারও জল নিয়ে যে আসে না
তার কাছে কি কেউ করূণা চায়।……
শিশিরে শিউলি যেভাবে ঝড়ে যায়
আমিও গিয়েছি যে ঝড়ে,
অন্য কেউ হোক তার চির সাথী
আপন যেন করে তারে।
তাকে বলে দাও আমাকে ভাসালো
অন্য কাউকে যেন না ভাসায়।…..

Check Also

Ghumonto Shohore – ঘুমন্ত শহরে | Ayub Bachchu | LRB | আইয়ুব বাচ্চু

ঘুমন্ত শহরে আইয়ুব বাচ্চু Song: Ghumonto Shohore | ঘুমন্ত শহরে Artist: LRB Lyricist: Angel Shafiq …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *