কী যে ব্যথা বাজে আমার বুকে
Ki Je Betha Baje Amar Buke
কণ্ঠ: সুবীর নন্দী
[কী যে ব্যথা বাজে আমার বুকে
যে বুকে তোমায় আমি রেখেছিলাম]-২
এতো আলো আর এতো যে সুখ
হারিয়ে আমি নিঃস্ব হলাম
কী যে ব্যথা বাজে আমার বুকে
যে বুকে তোমায় আমি রেখেছিলাম
কী যে ব্যথা বাজে।
কী করে ভুলে গেলে তুমি আমায়
স্মৃতি আমাকে শুধু কাঁদায়।
কেন জীবনে আসে ঝড়ো হাওয়া
যে ঝড়ে সব কিছু ঝরে যায়
কী যে আশা নিয়ে সেদিন আমি
তোমারই হাতে হাত রেখেছিলাম
কী যে ব্যথা বাজে আমার বুকে
যে বুকে তোমায় আমি রেখেছিলাম
কী যে ব্যথা বাজে।
আমি চাঁদ ভেবে শুধু চাই তোমায়
কত আবেগে কত ভালবাসায়।
তুমি মেঘ হয়ে থাক বহুদূরে
আমাকে ডাকো শুধু ব্যাথায়
কী যে স্বপ্ন নিয়ে তোমার চোখে
আমার দুটি চোখ রেখেছিলাম
কী যে ব্যথা বাজে আমার বুকে
যে বুকে তোমায় আমি রেখেছিলাম
এতো আলো আর এতো যে সুখ
হারিয়ে আমি নিঃস্ব হলাম
কী যে ব্যথা বাজে আমার বুকে
যে বুকে তোমায় আমি রেখেছিলাম।