কী নামে ডাকব তোমাকে
Ki Name Dakbo Tomake
ছায়াছবি: বর কনে
কথা: লক্ষ্মীকান্ত রায়
সুর: আশিস কুমার
কণ্ঠ: বাবুল সুপ্রিয় ও কবিতা কৃষ্ণমূর্তি
Ki Name Dakbo Tomake
ছায়াছবি: বর কনে
কথা: লক্ষ্মীকান্ত রায়
সুর: আশিস কুমার
কণ্ঠ: বাবুল সুপ্রিয় ও কবিতা কৃষ্ণমূর্তি
এ হে আ হা হা হা ও হো আ হা হা হা
হুঁ হুঁ ও হো হো হো লা হুঁ হুঁ হুঁ
[কী নামে ডাকব তোমাকে
কানে কানে বলে তুমি দাও]-২
কোন ফুল ভালোবাস তুমি
নামটা জানিয়ে শুধু যাও
[যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও]-২
কোন ফুল ভালোবাস তুমি
আমাকে তুমি দিয়ে দাও
কী নামে ডাকব তোমাকে
কানে কানে বলে তুমি দাও।
ও বাঁশির সুর তো তুমি নও
হৃদয়েরই নুপূর জানি
গোধূলির রঙ গায়ে মেখে
বাজবে শুধুই রিনি-ঝিনি।
ও বাঁশির সুর তো তুমি নও
হৃদয়েরই নুপূর জানি
গোধূলির রঙ গায়ে মেখে
বাজব শুধুই রিনি-ঝিনি।
গোলাপি খামটা এনেছি
চুপিচুপি কাছে রেখে দাও
কোন ফুল ভালোবাস তুমি
নামটা জানিয়ে শুধু যাও
যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও।
শুভ্রা কি নীলাঞ্জনা
বলোনা কী নাম তুমি চাও?
হাজার ফুলের ডালি থেকে
ভালোবাস যেটা তুলে নাও
ও আমি যদি হই ওগো ফুল
প্রজাপতি তুমি হয়ে যাও
ডাকবে আমাকে যে নামে
গোলাপি খামে লিখে দাও
আমারই হবে তুমি জানি
একবার কথা দিয়ে যাও
কোন ফুল ভালোবাস তুমি
নামটা জানিয়ে শুধু যাও
[যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি দাও]-২
হে হে হে হে হে হে লা লা লা লা
ও হো আ হা হা হা লা লা লা লা
হুঁ হুঁ লা লা লা লা লা লা লা লা
হুঁ হুঁ হুঁ হুঁ হে হে আ হা হা হা
হে হে লা লা লা লা হুঁ হুঁ
ও হো হো হো হুঁ হুঁ হুঁ হুঁ