কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারে
Kirtikarmar Khela Ke Bujhte Pare
ফকির লালন সাঁই
কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারে ।
যে নিরাঞ্জন সে-ই নূরনবী
নামটি ধরে ।।
চারেতে নাম আহাম্মদ হয়
মীম হরফ তার নফী লেখা যায়
এই কথাটি জানবো কোথায়
নিশ্চিত করে ।।
গঠিত সাঁই সয়াল সংসার
এক দেহে দুই দেহ হয় তার
আহাদ আহাম্মদের বিচার
দেখ বিচারে ।।
এ কথা যাহারে শুধায়
ফাজেল সদা ঝগড়া বাধায়
লালন বলে স্থুল ভুলে যায়
বৈদিকের তোড়ে ।।