কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে Ki Hobe Ar Purano Diner Katha Aaj Tule কথা: স্বপন চক্রবর্তী
সঙ্গীত: রাহুল দেব বর্মন শিল্পী: রাহুল দেব বর্মন
কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে
ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে
কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে
কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে
কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে।
[যে তরী নিয়ে চলে গেলে আমার জীবন থেকে,
আমার পৃথিবী থেমে গেলো শুধু তোমাকে ডেকে]-২
ফিরে তো আসেনি সেই তরীখানি আমার নদীর কূলে আমিও গেছি ভুলে;
ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে
কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে
[তোমার প্রেমের রঙিন স্বপন দেখালে যে আমাকে,
সত্যি ভেবে আমি ওগো ডেকেছিনু যে তোমাকে]-২
তুমি তো এলেনা রঙ লাগাতে আমার মনেরই ফুলে
আমিও গেছি ভুলে;
[ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে]-২
কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে
ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে
কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে।